কম্পিউটার হার্ডওয়্যার (Hardware) কাকে বলে?
কম্পিউটার তৈরি করতে যেসব যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে হার্ডওয়্যার বলে। একে কম্পিউটারের দেহও বলা হয়। হার্ডওয়্যারকে স্পর্শ করা যায়। যেমন : মনিটর, প্রিন্টার, স্পিকার, মাদারবোর্ড ইত্যাদি হলো কম্পিউটারের হার্ডওয়্যার।
20,868 টি প্রশ্ন
22,964 টি উত্তর
454 টি মন্তব্য
1,248 জন সদস্য