হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও একে গ্রুপ -১ এ অবস্থান দেওয়া হয়েছে কারণ গ্রুপ -১ এ ক্ষার ধাতু স্থান পেয়েছে এবং ক্ষার ধাতুর মত হাইড্রোজেন এর বাইরের প্রধান শক্তিস্তরেও একটিমাত্র ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যায়। তাই হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও একে গ্রুপ -১ এ স্থান দেওয়া হয়েছে।তাই অধাতু হওয়া সত্ত্বেও H কে গ্রুপ 17- তে রাখা হয়নি।