ওয়াপকিজ সাইটের পেজ এডিট করতে প্রথমে আপনার ওয়াপকিজ একাউন্টে লগ ইন করুন।এরপর যে সাইটের পেজ এডিট করতে চান সে সাইটে "admin Panel" এ ক্লিক করুন। এরপর ড্রাপডাউন মেনু থেকে "all item" এ ক্লিক করুন।এরপর সাইটের সকল পেজ একসাথে দেখতে পারবেন।সেখানে যে পেজ এডিট করতে চান,সেই পেজের নিচে "edit" এ ক্লিক করুন।তারপর ইচ্ছামত সাইটের পেজ এডিট করুন। ধন্যবাদ...