185 বার প্রদর্শিত
in গল্পসমূহ করেছেন

1 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
**রোমান্টিক প্রেম** --দ্বিতীয় এবং শেষ পর্ব** *কথাগুলোর মধ্যে হঠাৎ আমার চোখ পড়ল মালিহার পায়ের দিকে। শাড়িটার একপাশ নিচের দিকে নেমে আছে। আরেকপাশ উপরে উঠে আছে। আর শাড়ির কুচিটাও মাটির সাথে অনেক খানি লেগে আছে। . -বাহ্ তুমিতো খুব সুন্দর করে শাড়ি পড়তে পারো। -কেন কি হয়েছে? -একবার নিচের দিকে তাকিয়ে দেখো? . মালিহা নিচের দিকে তাকিয়ে দেখে- -সেকি!! এরকম আবার কখন হলো। আমিতো বাসা থেকে ঠিক করে পড়েই বের হয়েছি। -তাতো দেখতেই পাচ্ছি। আর আসার সময়,, পথের সবাইকে দেখিয়ে আসছো তুমি খুব সুন্দর শাড়ি পড়তে পারো,,,,হাহাহা। -তুমি হাসছো?? আমিতো বলেছি আমি শাড়ি পড়তে পারিনা। শুধু তোমার কথাতেই পড়ে এসেছি।(একটু কেদো কেদো মুখে) -আচ্ছা এবার এদিকে আসোতো। তোমার শাড়িটা ঠিক করে দেই। . যখনি মালিহা আমার দিকে আসতে লাগলো,,তখনি তার শাড়ির একপাশ জুতোর সাথে আটকে ঠাস করে ও মাটিতে পড়েগেল। এই যা গেছেরে!!!! বলে আমি দিলাম দৌড় ওর কাছে। মালিহার দুহাত টেনে ওকে উপরে তুল্লাম। চারদিকে তাকালাম,,যাক বাবা কেউ দেখেনি। তারপর পাসের একটা সিটে গিয়ে ওকে বসালাম। . মালিহা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলছেনা। আমি লক্ষ্য করে দেখলাম যে,,ওর ডান হাতে খুব লেগেছে। ওর এ অবস্থা দেখে আমারও খুব খারাপ লাগছে। মেয়েটি বড্ড সহজ-সরল। আমাকে ও পাগলের মতো ভালোবাসে। তাইতো আমি যা বলি ও তাই করে। -এই তোমারতো খুব লেগেছে। -তাতে তোমার কি? তোমারতো খুব হাসার কথা। তুমি হাসতে থাকো।(এভার পুরাই কেঁদে দিলো) -আমার টুনটুনি পাখিটার খুব লেগেছে।আর আমি বুঝি হাসবো?? -হ্যাঁ হাসো,,,যতো খুশি ততো. (মুখটা অন্যদিকে ফিরিয়ে) -রাগ করেছো বুঝি?? রাগটা কি আমার উপর নাকি শাড়িটার উপর?? -তোমার উপর। তুমিইতো শাড়ি পড়তে বলেছো। -আচ্ছা বাবা,,আর শাড়ি পড়তে হবেনা।বিয়ের পরে আমিই তোমাকে প্রতিদিন শাড়ি পড়িয়ে দিবো। এই বলে একটা টান দিয়ে মালিহাকে জড়িয়ে ধরলাম। -এই ছাড়ো বলছি,,সবাই দেখছে -কেউ দেখছেনা। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে। ঐ ঝোপটার দিকে একবার তাকাও?? . মালিহা ঝোপটার দিকে তাকিয়ে- -ছি!! কি অসভ্য ওরা। এই বলে মালিহা তার মুখটা আমার বুকের মধ্যে লুকিয়ে নিলো। আমিও তাকে আমার বুকে মধ্যে আগলে ধরে রাখলাম। আর সারাজীবন এভাবেই আগলে ধরে রাখতে চাই..* লেখক: মাহবুব এলাহি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
28 জানুয়ারি 2021 in গল্পসমূহ জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
31 জানুয়ারি 2021 in গল্পসমূহ জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
31 জানুয়ারি 2021 in গল্পসমূহ জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
13 টি উত্তর
15 অগাস্ট 2020 in মতামত জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
1 উত্তর
21 ডিসেম্বর 2022 in ক্যারিয়ার জিজ্ঞাসা করেছেন Rifat766

20,868 টি প্রশ্ন

22,964 টি উত্তর

454 টি মন্তব্য

1,248 জন সদস্য

বিভাগসমূহ

...