সহজভাবে, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন, He, She, We etc.
The word which we use instead of Noun is called Pronoun.
Example:
Karim is a good boy. (এখানে Karim একটি Noun).
He goes to school every day.
We should take care of our children.
উপরের উদাহরণ গুলোতে Karim নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথম বার তার নাম Karim হিসেবে ব্যবহার করা হয়েছে,পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের Noun এর gender এবং number অনুযায়ী Pronoun বসাতে হয়।