যেসব প্রাণীর দেহত্বক অমসৃণ, শুষ্ক ও আঁচিলযুক্ত; দেহ মস্তক ও ধড়ে বিভক্ত; দু’জোড়া পদের মধ্যে অগ্রপদে ৪টি ও পশ্চাৎপদে ৫টি করে আঙুল রয়েছে, তাদের Amphibia বলা হয়। এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। প্রতিকূল পরিবেশে এরা শীতনিদ্রা যাপন করে। যেমন- কুনোব্যাঙ, স্যালামান্ডার ইত্যাদি।