আমরা জানি, কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব অত্যন্ত কম এবং এক্ষেত্রে চাপের হ্রাস ও বৃদ্ধিতে আয়তন প্রসারণ ও সংকোচন এত নগণ্য যে, তা উপেক্ষা করা যায়। কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব আণবিক ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত বেশি, ফলে অতিরিক্ত চাপ প্রয়ােগ করে অণুগুলােকে আরও কাছাকাছি নিয়ে আসা সম্ভব তথা চাপ হ্রাসের ফলে অণুগুলাে পরস্পর হতে পূর্বাপেক্ষা অধিক দূরত্বে সরে যায়। এজন্য বায়বীয় পদার্থের আয়তন গ্যাসের চাপের ওপর নির্ভরশীল।