FET-এর পূর্ণ নাম হলো Field effect Transistor. এটি তিন প্রান্তবিশিষ্ট একটি অর্ধপরিবাহী ডিভাইস, যাতে ইলেকট্রন বা হোলের প্রবাহ দ্বারা কারেন্ট প্রবাহ ঘটে। এটি একটি ইউনিপোলার ডিভাইস। এতে ইলেকট্রন ফিল্ড দ্বারা কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়।
সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন অথবা হোলের কারণে কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ইলেকট্রন অথবা হোল যে কোন একটির জন্য কারেন্ট প্রবাহ এবং অপারেশন নির্ভর করে বলে FET-কে ইউনিপোলার ডিভাইস বলে।