অধিক কম্পিউটার ব্যবহারের ফলে যেসব শারীরিক সমস্যা দেখা দেয় সেগুলো নিচে দেওয়া হলো–
১. পিঠে ব্যথা করা;
২. কোমরে ব্যথা করা;
৩. আঙুলে ব্যথা করা;
৪. চোখের সমস্যা (চোখে জ্বালা করা, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি);
৫. মাথা ব্যথা করা;
এসব শারীরিক সমস্যা অনেক সময় ব্যক্তির আচরণগত কিছু পার্থক্যও তৈরি করে। ফলে ব্যবহারকারীর উচিত সঠিক নিয়ম মেনে কম্পিউটার ব্যবহার করে উপরের স্বাস্থ্যঝুঁকি থেকে নিরাপদ থাকা।