সার্স রোগের লক্ষণ অনেকটা নিউমোনিয়া রোগের মতো। সার্সের সাধারণ লক্ষণ হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। এ রোগে শ্বাসকষ্টের মাত্রা অত্যন্ত বেশি বলে এর নামকরণ করা হয়েছে Severe Acute Respiratory Syndrome সংক্ষেপে SARS. এ রোগের প্রধান লক্ষণগুলো হলো– মাঝারি থেকে তীব্র জ্বর এবং সেই সাথে প্রচন্ড শ্বাসকষ্ট, কাশি, খিচুনি, গলার অস্বস্তি ও ডায়রিয়ার প্রাদুর্ভাব, মাথাব্যথা, ক্ষুধামান্দ্য, অরুচিসহ গায়ে রেশ উঠা, ৩ থেকে ৭ দিনের মধ্যে শ্বাসকষ্ট ও শুকনা কাশি তীব্র থেকে তীব্রতর হতে থাকা, রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ হয়ে যাওয়া ইত্যাদি।