জৈব এসিডের শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো–
 ১. এর জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে।
 ২. ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।
 ৩. জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন (H+) দান করে।
 ৪. এরা কার্বনেট যৌগের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি করে।