আলোর পাশাপাশি যেমন অন্ধকার থাকে, তেমনি ইন্টারনেট ব্যবহারেও রয়েছে উপকারিতা-অপকারিতা। এক শ্রেণির যুবক আছে যারা ভালোটা থেকে মন্দটা গ্রহণ করে বেশি। ইন্টারনেটের মাধ্যমে উঠতি তরুণেরা বিভিন্ন অশ্লীল এবং কুরুচিপূর্ণ দৃশ্যাবলি দেখে থাকে। এতে যুবসমাজের অবক্ষয় হয়।