রাইবোজোম ও লাইসোজোমের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 
রাইবোজোম
- 
কোন আবরণী দিয়ে আবৃত নয়।
- 
এটি RNA ও হিস্টোন (প্রোটিন) দিয়ে গঠিত।
- 
এরা বিভিন্ন কোষ অঙ্গাণুর গায়ে লাগানো বা সাইটোপ্লাজমে বিচ্ছিন্নভাবে থাকে।
- 
এটি দুটি অসমান খন্ডে বিভক্ত।
- 
এটি প্রোটিন সংশ্লেষের স্থান হিসেবে কাজ করে।
 
লাইসোজোম
- 
আবরণী দিয়ে আবৃত থাকে।
- 
এতে বহু এনজাইম আছে।
- 
কোষের সাইটোপ্লাজমে সর্বত্র প্রায় সমপরিমাণে বণ্টিত থাকে।
- 
এটি অখন্ডিত।
- 
এটি অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে।