সর্বোত্তম উত্তর রমজান শরীফ, নির্ধারিত মান্নত, সুন্নত ও নফল রোজার নিয়ত রাত থেকে করবে বা ভোরে অর্ধ দিনের আগ পর্যন্ত জায়েজ। দিন বলতে শরিয়ত নির্ধারিত দিন বুঝায় যা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের নাম। যেমন- যদি চারটার সময় সুবহে সাদিক হয় এবং ছ'টার সময় সূর্যাস্ত হয়, তবে শরয়ী দিন হলো চৌদ্দ ঘণ্টার, আর অর্ধ দিন হলো সকাল এগারোটায়, এমতাবস্থায় এগারোটার আগে আগে নিয়ত করে নেওয়া জরুরি। আর রমজানের রোজার কাজা ও কাফ্ফারা এবং অনির্ধারিত মান্নতের রোজার নিয়ত সুবহে সাদিকের পূর্বে করে নেওয়া জরুরি।