আপনার একটি ওয়েবসাইট অথবা নিজস্ব এন্ড্রয়েড এপ থাকলেই এই এড নেটওয়ার্ক এর সাথে কাজ করতে পারবেন।
ওয়েবসাইট বা এপ সাবমিট করতে চাইলে লিংক টায় যান => http://www.green-red.com/publishers/ • তারপর আপনার সাইট যদি তাদের পলিসি কে মেনে চলে [এডাল্ট কন্টেন্ট না থাকে/ভিসিটর মোটামোটি থাকে] তবে এপ্রোভ হয়ে যাবে ।
• এপ্রোভ হওয়ার পর http://www.green-red.com/adnetwork/publisher/properties এ গিয়ে আপনার সাইটের সাথে মানানসই এড কোড তৈরী করতে হবে এবং সেটা বসাতে হবে।যদি আপনার সাইটে মোবাইল/ ওপেরা মিনি এর ভিসিটর থাকে তবে 320*50 এবং 300*250 এই দুই সাইজের এড কোড ব্যবহার করতে পারেন।
• cpc বা cost per click বা প্রতি ক্লিকে আয় এড ক্যাম্পেইন এর উপর নির্ভর করে । তবে গোগোল এডসেন্স এর মতোই বা মাঝে মাঝে তার চাইতেও ভালো
• পেমেন্ট বিকাশ অথবা চ্যাক এর মাধ্যমে পেতে পারেন এবং পেমেন্ট এর ব্যাপারে তাদের উপর ১০০% বিশ্বাস রাখতে পারেন বাংলাদেশ এর জনপ্রিয় কিছু ওয়েবসাইট তাদের এড ব্যবহার করছে ।