সাধারণ ভাবে ইসলামে বন্ধু মানে আপনি আপদে-বিপদে, অসহায়ত্বের সময় যাকে পাশে পাবেন সেই বন্ধু। ব্যাপকভাবে বলতে গেলে, যার সাথে দুঃখ এবং সুখ দুটোই ভাগ করে নেওয়া যায়, বিপদে যে সাহায্য করে, ক্ষতিগ্রস্ত হলে যে সহমমিতা দেখায়, হতাশায় যে আলোর পথের শান্তনা দেন, তাকে বন্ধু বলে।