Blood দেওয়া তখনি সফল হবে যখন একটি রক্তের Anti-body অপর রক্তের Anti-gen মারামারি করে রক্ত জমাট না বাঁধিয়ে তাদের গ্রহণ করবে। আমরা জানি AB blood group এ কোন Anti-body থাকে না।শুধু A & B Anti-gen থাকে। যদি আমরা AB Blood group এর রক্ত AB অন্য যেকোন Blood group এ দিতে চাই তাহলে কি হবে পাবে- A- Blood group দিব- A-group এ Anti-gen:A Anti-body:B থাকে। AB -group এ Blood এখন যদি A- blood group-এর ব্যক্তির শরীরে দেই তবে AB- তে থাকা Anti-gen: A & B মধ্যে, Anti-gen:B এর সাথে A- blood Anti-body:B সাথে মারামারি লেগে জমাট বেঁধে যাবে,সুতরাং A- Blood group কে কখনো দেওয়া যাবে না। B কে যদি দেয় তাহলে - Anti- gen:A এর সাথে Anti-body:A মারামারি করে জমাট বেঁধে যাবে। O কে যদি দেয় তাহলে--এতি দ্রুত গতিতে দুটি Anti-body:A & B ও AB -group এ থাকা Anti- gen:A & B একই সাথে মারামারি লেগে জমাট বেঁধে যাবে। ফলে AB- group ছাড়া অন্য কোন গ্রুপে দেওয়া সম্ভব নয়।