আমরা সকলেই জানি যে তারাবি নামাজ পড়া হয় রমজান মাসে। আর সিয়াম পালন করা হয় রমজান মাসে। তাই আমাদের মধ্যে অনেকেই ভেবে থাকেন যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না আমাদের সিয়াম পালন করা হবে না।
এ তথ্যটি একদম ভুল। কারণ তারাবি নামাজের সাথে সিয়াম পালন করার কোন সংযুক্ত নেই। তারাবি নামাজ হচ্ছে একটি সুন্নাত এবাদাত। অন্যদিকে রোজা রাখা হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমানের উপর ফরয ইবাদত। আমরা সকলেই জানি যে ফরজ সুন্নত নফল ইবাদতের চেয়ে বেশি শক্তিশালী।
তাই আমাদের উচিত এই বিভ্রান্তি থেকে নিজেদেরকে বের করে আনা। তবে নিজ ইচ্ছাকৃতভাবে তারাবি নামাজ বাদ দেয়া উচিত নয়। এতে গুনাহের পরিমাণ বেড়ে যায়। তাই আমাদের উচিত রমজান মাসে রোজা রাখার পাশাপাশি তারাবির নামাজ আদায় করা।
সুতরাং তারাবি নামাজের সাথে রোজার কোন সম্পর্ক নেই।যদি কোন ব্যক্তি রোজা রাখেন এবং তারাবী নামাজ না পড়ে তাহলে তার রোজা কবুল হবে। তবে তারাবি নামাজ পড়লে ঐ ব্যক্তি যে ছোঁয়া পাবে সে সব পাওয়া থেকে দূরে থাকবে। তাই প্রত্যেকমুসলিমের উচিত রোজা রাখার পাশাপাশি তারাবি নামাজ আদায় করা। এতে করে তারাবি নামাজের সওয়াব এবং রোজা রাখার সওয়াব পাওয়া যাবে।