সাইট তৈরি করতে হোস্টিং এবং ডোমেইন কিনতেই যতটুকু খরচ হয়।তৈরি করতে তেমন খরচ নেই।তবে নিজে না করে অন্যান্য ভালো ডেভেলপার দিয়ে তৈরি করালে তাদেরকে খরচ দিতে হবে।আর প্রশ্নোত্তর সাইট ডেভেলপারকে দিয়ে তৈরি করাতে সর্বোনিম্ন ২০০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষেরও বেশি টাকা লাগতে পারে।