85 বার প্রদর্শিত
in মোবাইল ফোন করেছেন

মোবাইল ব্যাংকিং রকেট টি কি ডাচ বাংলা ব্যাংক একাউন্ট হিসেবে গুগল এডসেন্স এর পেমেন্ট মেথড হিসেবে ব্যাবহার করা যাবে?

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

আমি ধরে নিচ্ছি আপনি Google Adsense এর Payment Option Page থেকে Bank Account যুক্ত করার বিষয়ে জানেন। 

ঐ page এ গেলে আপনাকে Bank Account details দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হল আপনার Bank এর SWIFT code দিতে হবে। একটা ব্যাংকের সব শাখায় SWIFT operation চালু থাকে না। 

আর Adsense বাংলাদেশের ব্যাংক গুলোতে SWIFT  এর মাধ্যমেই টাকা পাঠায়। Rocket Account এর মাধ্যমে আপনি Foreign Remittance এর টাকা আনতে পারেন। তবে আমার ধারণা Adsense এর বেলায় এটা কাজে লাগবে না। 

তবু চেষ্টা করে দেখতে পারেন এই DBBLBDDH  code এর সাহায্যে কাজ হয় কিনা। টাকা না আসলে আবার Adsense Account এ ফিরে যাবে। 

আর সবচেয়ে ভাল হবে অহেতুক মাথা না ঘামিয়ে Dbbl এর একটা শাখায় কথা বলে নিলে। যদি ওরা বলে আলাদা Account লাগবে তাহলে করবেন। তবে নিশ্চিত হয়ে নিবেন ওদের SWIFT operation চালু আছে কিনা। 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর

20,868 টি প্রশ্ন

22,964 টি উত্তর

454 টি মন্তব্য

1,248 জন সদস্য

বিভাগসমূহ

...