160 বার প্রদর্শিত
in ব্লগ ও ওয়েবসাইট করেছেন
Discy theme দিয়ে ওয়ার্ডপ্রেস এ প্রশ্ন উত্তর সাইট তৈরি করলে ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল পাওয়া যায়।আর আন্সবিডি সাইট থেকে পেলাম এটি সিএমএস স্ক্রিপ্ট দিয়ে তৈরি।

প্রশ্ন-১। এখানে কি আন্সবিডি সাইটের আলাদা কোনো এডমিন প্যানেল থাকে,যা ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল থেকে সম্পুর্ন আলাদা হয়?

প্রশ্ন-২। থিম ব্যবহার করে ওয়ার্ডপ্রেস এ এমন সাইট তৈরি করলে, সেটা কতটা সুবিধাজনক হবে?বা কি কি সুবিধা বা অসুবিধার তৈরি হবে?

প্লিজ কেউ উত্তর দুইটা দিবেন।

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

Discy হচ্ছে সোশ্যাল প্রশ্নোত্তর প্লাটফর্ম এর রেসপন্সিভ একটি থিম। এই থিমে যেসকল ফিচার রয়েছে তা অন্যান্য থিমগুলোর চেয়ে এক ধার উপরে।

Discy থিমটি মোবাইল রেসপন্সিভ এবং SEO ফ্রেন্ডলি। ওয়ার্ডপ্রেসে প্রশ্নোত্তর ওয়েবসাইট বানালে অবশ্যই আমি Discy থিমটি ইউজ করতে বলবো।

এখন আসা যাক সুবিধা আর অসুবিধা কি কি -

✪ সুবিধাঃ

✔ থিমটি মোবাইল রেসপন্সিভ এবং SEO ফ্রেন্ডলি।

✔ পরিচয় গোপন রেখে প্রশ্ন করার সুবিধা।

✔ প্রশ্ন পিন করার সুবিধা। 

✔ শুধুমাত্র বিশেষজ্ঞদের প্রশ্ন করার সুবিধা। 

✔ প্রশ্ন স্পন্সর করার সুবিধা। 

✔ কাস্টম বিজ্ঞাপন প্রদর্শনের ব্যবস্থা।

✔ ইন্সট্যান্ট ফ্রি থিম।

✔ ফ্রি থিম।

✔ SEO ব্যাবস্থা ইত্যাদি।


✪ অসুবিধাঃ

✘ যেহেতু এটা ওয়ার্ডপ্রেসে তৈরি তাই সাইটের স্পিড অনেক স্লো।

✘ স্বাভাবিক এর চেয়ে কিছুটা লোড বেশি নেয়।

✘ অন্যান্য থিমের মতো কাস্টমস কোনো ফিচার যোগ করা যায় না।

✘ Q2A এর মতো ইউজার ফ্রেন্ডলি না।


বিঃদ্রঃ আমি থিমটি ব্যবহার করে উক্ত সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হয়েছি। থিমটি যে খারাপ না কিন্তু নয়। আমি ব্যাবহার করতে না করবো না। আপনি চাইলে ব্যাবহার করে দেখতে পারেন।


প্রশ্ন নাম্বার ১ঃ আন্সবিডি Q2A তে তৈরি যার জন্য এটার প্রশাসন প্যানেল আলাদা। Discy যেহেতু ওয়ার্ডপ্রেসে তাই তার প্রশাসন প্যানেলও আলাদা।


প্রশ্ন নাম্বার ২ঃ উপরে বিস্তারিত দেয়া আছে।

করেছেন
এটা কি Q2A সাইটে ব্যবহার করলে কোনো সমস্যা হবে?
করেছেন
উত্তরে বলাই হয়েছে যে Discy থিম ওয়ার্ডপ্রেসের জন্য।

তাই q2a তে ব্যবহার করতে পারবেন না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
1 উত্তর

20,868 টি প্রশ্ন

22,964 টি উত্তর

454 টি মন্তব্য

1,248 জন সদস্য

বিভাগসমূহ

...