মেইনফ্রেম সিস্টেমের সুবিধাসমূহঃ 
	- 
		মেইনফ্রেম সিস্টেমগুলো বৃহৎ, দ্রুতগতির এবং শক্তিশালী কম্পিউটার সিস্টেম।
	
- 
		এগুলো প্রতি সেকেন্ডে হাজার হাজার মিলিয়ন নির্দেশনা প্রক্রিয়াকরণ করতে পারে।
	
- 
		এগুলোর প্রাইমারি স্টোরেজ ক্ষমতাও অনেক হয় যা শত শত গিগাবাইট হতে শুরু করে শত শত টেরাবাইটেরও হতে পারে।
	
- 
		এয়ারকন্ডিশনিং চাহিদা ক্রমাগতভাবে কমে আসায় আজকাল মেইনফ্রেম সিস্টেমের আকারও ছোট হতে শুরু করেছে।
	
- 
		আকার ছোট হতে থাকায় এখন মেইনফ্রেম সিস্টেমের জন্য কম বিদ্যুৎশক্তি ও কম খরচ হয়।
	
- 
		এগুলো স্থাপনেরও আগের চাইতে কম জায়গার প্রয়োজন হয়