মেইনফ্রেম সিস্টেমের ব্যবহারঃ 
		
		
			- 
				বড় বড় প্রতিষ্ঠান ও সরকারি এজেন্সিগুলোর উঁচু মাপের ট্রানজেকশন প্রসেসিং বা জটিল সমস্যাগুলোর সমাধানে মেইনফ্রেম কম্পিউটারসমূহ ব্যবহৃত হয়।
			
- 
				বৃহৎ আন্তর্জাতিক ব্যাংক, এয়ারলাইন, তেল কোম্পানি এবং অন্যান্য কোম্পানিগুলো তাদের কোটি কোটি সেলস ট্রানজেকশন ও ক্রেতার চাহিদাগুলো মিটিয়ে থাকে মেইনফ্রেম সিস্টেমগুলো ব্যবহারের মাধ্যমে।
			
- 
				বিশালাকার ক্লায়েন্ট/সার্ভার নেটওয়ার্কসমূহ এবং বড় বড় কোম্পানির হাই-ভলিউম ইন্টারনেট ওয়েব সাইটসমূহের জন্য সুপারসার্ভার হিসেবে মেইনফ্রেম কম্পিউটারগুলো ব্যবহৃত হয়।
			
- 
				ডেটা মাইনিং এবং ওয়্যারহাউজিং এর পাশাপাশি ইলেকট্রনিক কমার্স অ্যাপ্লিকেশনগুলোর মতো বিজনেস কম্পিউটিং প্লাটফর্ম হিসেবেও মেইনফ্রেম কম্পিউটারগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
			
- 
				তেলক্ষেত্র আবিষ্কারের জন্য সিসমিক ডেটা বিশ্লেষণ এবং এয়ারক্রাফট ডিজাইনের ক্ষেত্রে ফ্লাইট কন্ডিশনের সিমুলেটিং এর কাজেও এর অনেক ব্যবহার লক্ষ্য করা যায়।