রাউটার একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস যা দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টকে সংযুক্ত করা সহ ডেটা প্যাকেট আকারে আদান- প্রদানের ব্যবস্থা করে এবং বিভিন্ন ধরণের নেটওয়ার্ক যেমন- ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে। রাউটার প্রয়োজনে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। সুতরাং রাউটারকে অতি বুদ্ধিমান ডিভাইস বলে।