ফাইবার অপটিক্যাল ক্যাবল দিয়ে দ্রুতগতিতে ডেটা স্থানান্তর হয়। অপটিক্যাল ফাইবার হলো অত্যান্ত সরু এক ধরণের কাচের তন্তু।এটি ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যালকে ট্রান্সমিট করে বিধায় এর মধ্য দিয়ে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা যায়। পৃথিবীর কোন কিছুই আলোর গতির চেয়ে দ্রুতগতিসম্পন্ন নয়। তাই স্বাভাবিকভাবেই এর ডেটা ট্রান্সফারের গতি যেকোন ক্যাবলের তুলনায় অধিক হয়ে থাকে।