মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিতি বোঝায়। মহাকাশ কোনো পদার্থ দিয়ে তৈরি নয়, এটা সেই ফাকা জায়গা বা অঞ্চল যেখান দিয়ে চাঁদ, সূর্য ও তারারা চলাচল করে। এগুলোর মতো বায়ুমণ্ডলও মহাকাশে ঘুরছে। তাই বায়ুমন্ডলকে মহাকাশের অংশ হিসেবে বিবেচনা করা হয় না বরং পৃথিবীর অংশ বলা হয়।