যৌন প্রজননে দুটি বিপরীতধর্মী জনন কোষের মিলন ঘটে। এদের একটি পুংজনন কোষ ও অপরটি স্ত্রী জনন কোষ। যেসব উদ্ভিদে এ দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয় তাদেরকে সহবাসী উদ্ভিদ বলে।
বিশেষ বিশেষ কাজ সমাধা করার জন্য পাতার রূপ পরিবর্তিত হয়। নিচে কারণগুলো দেওয়া হলো–
-
কোনো কিছুকে আঁকড়ে ধরতে।
-
খাদ্য সঞ্চয় করতে।
-
পতঙ্গ ফাঁদ তৈরি করতে।
-
প্রজননে অংশগ্রহণ করতে।
-
কণ্টকপত্র বা কাঁটায় রূপান্তরিত হতে।
-
কাক্ষিত মুকুলকে রক্ষা করতে।