সেরেব্রাম ও সেরেবেলামের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ
সেরেব্রাম
-
অগ্রমস্তিষ্কের অংশ।
-
সমগ্র মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে বৃহত্তম।
-
মস্তিষ্কের অধিকাংশ জুড়ে অবস্থিত।
-
গোলার্ধদুটি কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত।
-
পাঁচটি খন্ড বা লোব-এ বিভক্ত।
-
অনৈচ্ছিক কাজ নিয়ন্ত্রণকারী এবং বুদ্ধি, চিন্তা, স্মৃতিবোধের কেন্দ্র।
সেরেবেলাম
-
পশ্চাৎমস্তিষ্কের অংশ।
-
পশ্চাৎমস্তিষ্কের সবচেয়ে বড় অংশ।
-
সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত।
-
গোলার্ধদুটি ভার্মিস দিয়ে যুক্ত।
-
কোনো লোব নেই।
-
অনৈচ্ছিক কাজের সমন্বয়কারী এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী।