NAND ও NOR গেটকে সর্বজনীন গেট বলা হয়, যা AND, OR ও NOT এ তিনটি মৌলিক গেট মিলিয়ে তৈরি করা যায়। এদেরকে নিচের সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়– NAND = AND + NOT NOR = OR + NOT অর্থাৎ AND ও NOT গেট দ্বারা NAND এবং OR ও NOT গেট দ্বারা NOR গেট তৈরি করা যায়।