হলঘরে লোক কম হলে সেখানে শব্দের শোষণ কম হয়। এতে হলঘরে সৃষ্ট শব্দের প্রতিধ্বনির উপরিপাতন ঘটে এবং মূল শব্দ ভালোভাবে শোনা যায় না। এ কারণে হলঘরের দেয়ালে শব্দ শোষণকারী হার্ডবোর্ড ব্যবহার করা হয়, যাতে তা বিঘ্ন সৃষ্টিকারী প্রতিধ্বনি শোষণ করে নিতে পারে এবং স্পীকারের শব্দ কোথাও কোন বাধা না পেয়ে পরিষ্কারভাবে শ্রোতার কানে এসে পৌঁছে।