সমবায় প্রতিষ্ঠান বা সমবায় কারবার হলো এমন এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কিছু লোক স্বেচ্ছায় একত্রিত হয়ে সমঅধিকার ও সমদায়িত্বের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করে। এ ধরনের কারবারের সদস্যরা নিজেরাই মূলধন জোগান দেন, কারবার পরিচালনা করেন এবং ঝুঁকি বহন করেন।