ডাক্তারী বা ক্লিনিক্যাল থার্মোমিটার শরীরের সর্বোচ্চ তাপমাত্রা নির্দেশ করে বলে একে চরম থার্মোমিটার বলে।
শরীরের তাপমাত্রা গ্রহণ করে পারদ উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং সংকোচ অতিক্রম করে যায়। শরীর হতে থার্মোমিটার তুলে দেখার সময় যাতে পারদ সংকুচিত হয়ে থার্মোমিটারের বাল্বে নেমে না যেতে পারে সে জন্য ডাক্তারী থার্মোমিটারে ভাঁজ তথা সংকোচ দেয়া হয়।