গামা রশ্মির বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া হলো–
 ১. গামা রশ্মি আধান নিরপেক্ষ।
 ২. এটি তড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে সঞ্চালিত হয়।
 ৩. এ রশ্মি চৌম্বকক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না।
 ৪. এর দ্রুতি আলোর দ্রুতির সমান।
 ৫. এটি বেশ কয়েক সেন্টিমিটার সিসার পাত ভেদ করে যেতে পারে।