কোন স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ও দিক সঠিকভাবে নির্ণয় করার জন্য যে সব রাশির মান জানার প্রয়োজন হয় তাদেরকে ভূ-চুম্বকত্বের মূল উপাদান বলে। ভূ-চুম্বকত্বের মূল উপাদান তিনটি। যথা– ১। বিচ্যুতি; ২। বিনতি এবং ৩। ভূ-চৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ।