সার্চ ইঞ্জিন মাকেটিং একটি পদ্ধতি যেখানে সাধারণত কতকগুলো পদ্ধতির মাধ্যমে মার্কেট পরিদর্শনের ব্যবস্থা করা হয়ে থাকে এবং যে কোন দ্রব্য, সেবা অথবা ব্র্যান্ডের প্রসার ঘটানো হয়ে থাকে। SEM প্রক্রিয়ার অন্তর্গত থাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), সোশ্যাল নেটওয়ার্কিং, দর কষাকষি (bid placement), প্রতি ক্লিকে অর্থ প্রদান (pay-per-click PPC ), প্রাসঙ্গিক বিজ্ঞাপন (contextual advertising), paid inclusion, ভৌগলিক ম্যাপিং, এডসেন্স এবং এডওয়ার্ড ইত্যাদি এবং বিভিন্ন ধরণের মিডিয়া ফরম্যাট, যেমন: ইউটিউব এবং জিওস্পেসিফিক মার্কেটিং, যেমন: ফোরস্কয়ার।