একটি প্রেজেন্টেশন অনেকগুলো স্লাইড থাকে। এই স্লাইডগুলো থেকে নির্দিষ্ট কয়েকটি স্লাইড নিয়ে আলাদাভাবে কাস্টম স্লাইড শো তৈরি করা হয়।
ধাপ-১ঃ যেকোনো একটি প্রেজেন্টেশন স্লাইড ওপেন করুন।
ধাপ-২ঃ ‘Slide show’ রিবনে ক্লিক করুন।
ধাপ-৩ঃ এখন Custom slide show আইকনে ক্লিক করে Custom show-এ ক্লিক করুন। Custom Shows ডায়ালগ বক্স আসবে।
ধাপ-৪ঃ নিউ বাটনে ক্লিক করুন। তাহলে Define custom show ডায়ালগ বক্স দেখা যাবে। ডায়লগ বক্সে প্রেজেন্টেশন স্লাইডগুলো দেখা যাবে।
ধাপ-৫ঃ এখন যে কয়টি স্লাইড নিয়ে কাস্টম স্লাইড তৈরি করা দরকার সেই কয়টি সিলেক্ট করে Add বাটনে ক্লিক করুন।
ধাপ-৬ঃ OK বাটনে ক্লিক করতে হবে। Customs Show দেখা যাবে।
ধাপ-৭ঃ এখন show বাটনে ক্লিক করলে কাস্টম স্লাইড শো তৈরি হয়ে যাবে।