একটা স্থানের সকল জড় ও জীব নিয়েই সেখানকার পরিবেশ গঠিত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের পরিবেশ আছে। সব জীব সব ধরনের পরিবেশে বাঁচতে পারে না। প্রত্যেক জীবের জন্য তার উপযোগী পরিবেশ দরকার হয়। তা না হলে জীব টিকতে পারে না। পরিবেশের এ বিভিন্নতার কারণে বিভিন্ন অঞ্চলের জীব বিভিন্ন।