মহান আল্লাহ ও তাঁর রাসুলের আদেশ-নিষেধ মেলে চলার পুরস্কারস্বরূপ মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা রেখেছেন।
ইমান মহান আল্লাহর একটি বড় নিয়ামত। এর ফলে মুমিনগণ আল্লাহর ও রাসুল (স.) এর নির্দেশ বাস্তবায়নে তৎপর হয়। তারা সকল অন্যায় কাজ পরিহার করে। ভালো গুণের চর্চার মাধ্যমে নিজেদেরকে উত্তম মানুষ হিসেবে আল্লাহর দরবারে পেশ করে। এতে তারা আল্লাহর প্রিয়পাত্রে পরিণত হয়। আর আল্লাহ এজন্যই তাদের প্রতিদানস্বরূপ জান্নাত প্রস্তুত করে রেখেছেন।