: আসমাউল হুসনা হলো সুন্দর নামসমূহ।
আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। আল কুরআনে আল্লাহ তায়ালার এরূপ বহু গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। হাদিস শরিফে আল্লাহ তায়ালার ৯৯টি গুণবাচক নামের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালার গুণবাচক নাম অসংখ্য। তারমধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো ৯৯টি নাম। যেমন- আলিম, রাযযাক, গাফফার ইত্যাদি।