শাফাআত বলতে কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার কাছে নবি-রাসুল এবং পুণ্যবান বান্দাদের সুপারিশ করাকে বোঝায়।
শাফাআত অর্থ সুপারিশ করা, অনুরোধ করা প্রভৃতি। কিয়ামতের দিন মহান আল্লাহ তার বান্দাদের পাপ-পুণ্যের হিসাব নেবেন। এরপর আমল অনুসারে তাদেরকে জান্নাত ও জাহান্নামে পাঠাবেন। সেদিন নবি-রাসুল ও নেক বান্দাদের সুপারিশে আল্লাহ অনেক পাপীকে ক্ষমা করবেন। ইসলামি পরিভাষায় এ সুপারিশকে শাফাআত বলা হয়।