স্যাটেলাইট হলো একটি কৃত্রিম উপগ্রহ যা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার/ট্রান্সমিটার।
1957 সালে (Verner E.Suomi) ভারনার ই সওমি স্যাটেলাইট আবিষ্কার করেন।
স্যাটেলাইটের কাজের উপর ভিত্তি করে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
ক) ওয়েদার স্যাটেলাইট।
খ) কমিউনিকেশান স্যাটেলাইট
গ) ন্যাভিগেশান স্যাটেলাইট।
ঘ) আর্থ অবর্জাভেশন স্যাটেলাইট।
ঙ) মিলিটারী স্যাটেলাইট।