ফজরের সুন্নতের কাজা আদায় করা সুন্নত। নিয়ম হলো এই - যদি ফজর নামাজের সুন্নত ফরজসহ কাজা হয়ে যায়, আর সেটা দুপুরের আগে আগেই কাজা আদায় করে, তবে ফজরের দু'রাকায়াত সুন্নতসহ কাজা আদায় করতে হবে। দুপুরের পরে পড়লে শুধু ফরজের কাজা পড়বে। আর যদি শুধু সুন্নত বাদ পড়ে যায়, তবে সুন্নতের কাজা নেই, তা আদায় করতে হবে না। সূর্যোদয়ের আগে পড়লে তা মাকরুহ হবে, আর সূর্যোদয়ের পরে পড়লে (শুধু সুন্নতের কাজা) তা মাকরুহ্ হবে না, কিন্তু তখন তা আর সুন্নত থাকবে না, নফল হয়ে যাবে।