যেমন- কেউ মান্নতের ই'তিকাফ ওয়াজিব। মান্নত মানল যে, আমি আল্লাহর ওয়াস্তে তিন দিনের ই'তিকাফ করব। তবে তার উপর তিনদিন ই'তিকাফ করা ওয়াজিব হয়ে যাবে। অথবা কেউ এভাবে বলল যে, যদি আমার অমুক কাজটি হয়ে যায়, তবে আল্লাহর ওয়াস্তে দু'দিনের ই'তিকাফ করব। অতএব তার উক্ত কাজটি হয়ে গেলে তার উপর দুদিন ই'তিকাফ করা ওয়াজিব হবে। উক্ত কাজটি না হলে ই'তিকাফ করা ওয়াজিব হবে না। আর যদি ওয়াজিব হয়ে যায়, তবে তা আদায় করতে হবে। ওয়াজিব ই'তিকাফ আদায় না করলে গুণাহগার হবে। আর ওয়াজিব ই'তিকাফ যখন আদায় করবে, তখন যতদিন ই'তিকাফ করার নিয়ত করেছিল, ততদিন তাকে রোজাও রাখতে হবে। কেননা, ওয়াজিব ই'তিকাফের জন্য রোজা রাখা একটি শর্ত। রোজা রাখা ছাড়া ওয়াজিব ই'তিকাফ আদায় হবে না।