জসীমউদদীনের বিখ্যাত কাব্যগ্রনথগুলো হলঃ রঙ্গিলা নায়ের মাঝি , হাসু, রুপবতী, সকিনা, রাখালীকে, বালুচরের, সোজান বাদিয়ার ঘাটে , মাটির কান্না , নকশী কাঁথার মাঠের ও এক পয়সার বাঁশি। ছন্দে ছন্দে মনে রাখার কৌশলঃ রঙ্গিলা নায়ের মাঝি হাসু রুপবতী সকিনা ও রাখালীকে নিয়ে বালুচরের ধানক্ষেতের মধ্য দিয়ে সোজান বাদিয়ার ঘাটে গিয়ে এক পয়সার বাঁশি কিনে ফিরে আসার সময় নকশী কাঁথার মাঠের মাটির কান্না দেখল।