99 বার প্রদর্শিত
in মোবাইল ফোন করেছেন

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

অনেকের উত্তর পদ্ধতি দেখলাম, ওগুলো রকেটের (পূর্ব নাম: ডাচ বাংলা ব্যাংক) পুরনো পদ্ধতি ।  বর্তমানের ফ্লেক্সিলোড পদ্ধতি পরিবর্তিত হয়েছে । বর্তমান পদ্ধতি নিম্নরূপ -

০১। Main Menu:  *322#
০২। TopUp/Telo Service: 3
০৩। Topup: 1
৪.১। Self: 1 (যে নাম্বারে রকেট অ্যাকাউন্ট করা আছে,
                       সেই নাম্বারে লোড দিতে চাইলে)
৪.২। Other: 2 (অন্য যেকোনো নাম্বারে লোড নিতে চাইলে)
০৫। Amount: (যে পরিমাণ টাকা অ্যাকাউন্টে আছে,
                      তার মধ্যে যত টাকা লোড নিতে চান)
০৫। Pin : **** (আপনার ঐ অ্যাকাউন্টটার পিন দিতে হবে)

Send করলেই আপনার কাঙ্ক্ষিত নাম্বারে ফ্লেক্সিলোড হয়ে যাবে।

মনে রাখতে হবে,  রকেট অ্যাকাউন্টে সর্বনিম্ন ২০ টাকা পরিমান থাকলে তা ক্যাশ আউট বা টপআপ কখনোই করা যাবে না, এক্ষেত্রে উক্ত ২০ টাকা অ্যাকাউন্টে রেখে সর্বনিম্ন ১০ টাকা থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
1 উত্তর

20,868 টি প্রশ্ন

22,964 টি উত্তর

454 টি মন্তব্য

1,248 জন সদস্য

বিভাগসমূহ

...