(আরবি:নাশিদ একবচন ﻧﺸﻴﺪ nashīd, বহুবচন ﺃﻧﺎﺷﻴﺪ anāshīd, বঙ্গানুবাদে: "গান") সঙ্গীত এর একটি ধারা। ইসলামের একটি নির্দিষ্ট শৈলী বা ঐতিহ্য অনুসারে গানগুলো গাওয়া হয় খালি গলায় অথবা যন্ত্রের সাথে। **** গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা- গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল প্রেমিক- প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে। পার্থিব প্রেমের পাশাপাশি গজল গানে আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। **** হামদ হলো আল্লাহ তাআলার প্রশংসা করে যে কোন ভাষায় গাওয়া সঙ্গীত, **** গজল বা গান। (আরবি: ﻧﻌﺖ)নাত একপ্রকারের কবিতা যা রাসূল মুহাম্মদ এর প্রশংসা করে লেখা হয়।