কাথোলিক মণ্ডলী বা রোমীয় কাথোলিক মণ্ডলী সদস্যসংখ্যা অনুযায়ী খ্রীষ্টধর্মের বৃহত্তম মণ্ডলী বা শাখা। ২০১৬ সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বে প্রায় ১৩০ কোটি লোক রোমান ক্যাথলিক মণ্ডলীতে দীক্ষিত বলে পরিগণিত হন। রোমীয় কাথোলিক মণ্ডলী "বিশ্বের প্রাচীনতম নিরবচ্ছিন্নভাবে অদ্যাবধি সচল আন্তর্জাতিক সংস্থা" হিসেবে পরিচিত।