ডিজিটাল স্টপ ওয়াচ সর্বদাই এনালগ স্টপ- ওয়াচের চেয়ে অনেক বেশি সুবিধাজনক। ডিজিটাল স্টপ ওয়াচের মাধ্যমে কোন পাঠ নিলে সেটি বেশি নির্ভুল হয়। একটি এনালগ স্টপ ওয়াচ যেখানে0.1sec পর্যন্ত পাঠ নিতে পারে সেখানে একটি ডিজিটাল স্টপ ওয়াচ ন্ 0.01sec পর্যন্ত পাঠ নিতে পারবে।