115 বার প্রদর্শিত
in পড়াশোনা করেছেন

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

ঘনীভবন ও বাষ্পীভবন সাধারণত পানিচক্রের ক্ষেত্রে দেখা যায় । ঘনীভবন ও বাষ্পীভবন পরস্পর বিপরীত দুইটি প্রক্রিয়া । নিচে পার্থক্য দেখানো হলো-

১। জলিও বাষ্প যখন ঠান্ডা হয়ে পুনরায় জল এ পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে ঘনিভবন বলে। অন্যিদিকে জল যখন লীনতাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে বাস্পীভবন বলে।

২। গ্যাসীয় পদার্থ থেকে তাপ বের করে নিতে থাকলে এর তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসটি ঘনীভূত বা তরলীভূত হতে শুরু করে। এটিকে তরলীভবন বা ঘনীভবন বলি। অন্যদিকে পদার্থেরও তাপ যোগ করার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় এটি গ্যাসীয় পদার্থে পরিণত হতে শুরু করে,যাকে আমরা বাষ্পীভবন বলি, এই সময় যুক্ত তাপকে বাষ্পীভবনের লীন তাপ বলি। অবস্থার পরিবর্তনের কারণে এই সময় পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায় না।

৩। ঘনীভবন বাষ্পকে শীতল করে তরলে পরিণত করে থাকে। অন্যদিকে বাষ্পীভবনঃ তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে থাকে।

৪। ঘনীভবন অর্থ কোনো গ্যাসীয় দার্থকে শীতল করে বিন্দু বিন্দু তরলে পরিণত করা। অপরদিকে কোনো তরল পদার্থে তাপ প্রয়োগ করে তাকে বাষ্পে পরিণত করা।

৫। ঘনীভবন প্রক্রিয়াতে তাপের বর্জন ঘটে। অন্যদিকে বাষ্পীভবন প্রক্রিয়াতে তাপের গ্রহণ হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
1 উত্তর
1 উত্তর
1 উত্তর
1 উত্তর
1 উত্তর
1 উত্তর

20,868 টি প্রশ্ন

22,964 টি উত্তর

454 টি মন্তব্য

1,248 জন সদস্য

বিভাগসমূহ

...