হ্যা মানুষ পদার্থ । কিন্তু সেটা জানার আগে আমাদের জানতে হবে পদার্থ আসলে কি। যাদের ওজন আছে এবং জায়গা দখল করে তাদের পদার্থ বলে। তাহলে দেখা যায় পদার্থের সংঙ্গা অনুযায়ী মানুষ এক ধরনের পদার্থ। কিন্ত প্রশ্ন একটি থেকেই যায় মানুষ যদি পদার্থ হয় তাহলে কি সে মোলিক পদার্থ নাকি যোগিক পদার্থ নাকি মিশ্র পদার্থ । আমরা বলতে পারি যে মানুষের দেহ বিভিন্ন ধরনের পদার্থ দ্বারা গঠিত যেমন রক্ত এক ধরনের পদার্থ । চামড়া আরেক ধরনের পদার্থ আরো অনেক পদার্থের সংমিশ্রণে আমাদের দেহ গঠিত ।তাই মানুষ মিশ্র পদার্থ